মিয়ানমারে জান্তা বাহিনীর আগ্রাসনে আরও কমপক্ষে ৬০ জনের মৃত্যু

|

মিয়ানমারে জান্তা বাহিনীর আগ্রাসনে আরও কমপক্ষে ৬০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বাগো শহরে ভারি অস্ত্রশস্ত্র নিয়ে রাতভর চলে সাড়াশি অভিযান।

বিক্ষোভকারীদের ওপর নির্বিচারে গুলি করা হয় বলে দাবি স্থানীয়দের। বাড়ি বাড়ি গিয়ে চলে ধরপাকড়। জান্তাবাহিনী অনেকের মরদেহ নিয়ে গেছে বলেও জানান প্রত্যক্ষদর্শীরা।

এদিকে, শুক্রবার ১৯ বেসামরিক নাগরিককে কোর্ট মার্শালের মাধ্যমে মৃত্যুদণ্ড দেয়ার কথা জানানো হয় রাষ্ট্রীয় গণমাধ্যমে। গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তাদের নামে। এদের মধ্যে ১৭ বছরের এক কিশোরীও রয়েছে। গত মাসে এক সেনা কর্মকর্তা ও অপর একজনকে হত্যার অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে।

মিয়ানমারে ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত সাড়ে ৬শ’র বেশি মানুষের মৃত্যু হয়েছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply