ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্তের এখতিয়ার নেই আইসিসি’র: তেল আবিব

|

ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্তের এখতিয়ার নেই আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসি’র। তাই এ বিষয়ে আন্তর্জাতিক তদন্তকারীদের কোনো সহায়তা করবে না তেল আবিব। আইসিসিকে দেয়া চিঠিতে এ কথা জানিয়ে দেয় দেশটি।

ফিলিস্তিনে ইসরায়েলের দখল করা এলাকাগুলোয় যুদ্ধাপরাধ হয়েছে কি না সে বিষয়ে সম্প্রতি তদন্তের সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক আদালত। বিষয়টি জানিয়ে ইসরায়েল ও ফিলিস্তিন কর্তৃপক্ষকে চিঠিও দেয়া হয়। যার উত্তরের জন্য শুক্রবার পর্যন্ত সময় বেধে দেয়া হয়। আইসিসিকে সহায়তায় আগ্রহ জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

এদিকে, আইসিসির পদক্ষেপকে হাস্যকর বলে উড়িয়ে দিয়ে ইসরায়েলের দাবি, তাদের সেনাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ নিয়ে তদন্ত করতে চাইছে অপরাধ আদালত।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply