ট্রেনের ধাক্কায় ৪ হাতির মৃত্যু

|

ভারতে যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় ৪টি হাতির মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরেকটি হাতি। শনিবার রাতে এই ঘটনা ঘটেছে ভারতের আসাম রাজ্যের হোজাই জেলাতে।

রাত সাড়ে ৯টার দিকে গুয়াহাটি থেকে শিলচরগামী লোকাল হাবাইপুর স্টেশন অতিক্রমের পর এ দুর্ঘটনা ঘটে। ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪টি হাতির। এ ঘটনায় লাইনচ্যুত হয়ে পড়ে ট্রেনের কয়েকটি কোচ। বনের মধ্যে আটকা পড়ে যাত্রীরা।

আসামে ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু নতুন কোন ঘটনা নয়। গত ডিসেম্বরেও গুয়াহাটি-নাহারলাগুন রুটে একটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় প্রাণ যায় ৫টি হাতির। গত বছরে কমপক্ষে ১২টি হাতি মারা গেছে ট্রেনের ধাক্কায়।

সর্বশেষ শুমারি অনুযায়ী, আসামে বর্তমানে ৫ হাজার ৬শর মতো হাতি রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply