আরও ১১ বিক্ষোভকারীকে হত্যা করেছে মিয়ানমারের সেনারা

|

আরও ১১ বিক্ষোভকারীকে হত্যা করেছে মিয়ানমারের সেনারা

মিয়ানমারের তাজে শহরে জান্তা আগ্রাসনে ১১ বিক্ষোভকারীর মৃত্যু হলো বহস্পতিবার। অভ্যুত্থান পরবর্তী সহিংসতায় দেশটিতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ৬১৪ জনে।

দেশটির শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যম- মিয়ানমার নাও এবং ইরাবতীর দাবি গণআন্দোলনের সম্ভাবনা আঁচ করতে পেরেই ৬ ট্রাকভর্তি সেনাসদস্য মোতায়েন করা হয় শহরটিতে। বিক্ষোভকারীরাও আগ্নেয়াস্ত্র, ছুরি এবং হাতে তৈরী বোমা নিয়ে নামে মহাসড়কে।

যার ফলে, আরও ৫ ট্রাক সেনা যোগ দেয় বিরোধ দমাতে। শুক্রবার পর্যন্ত উত্তাল শহরটি ২০ জন গুরুতর আহত মিলেছে এমন খবরও।

পর্যবেক্ষক সংস্থা- AAPP’র তথ্য অনুসারে, দেশটিতে এখনো বন্দি ২৮শ’র বেশি মানুষ। এছাড়া সেনা সরকারের বিরোধীতা করায় ১২০ তারকার বিরুদ্ধে জারি রয়েছে গ্রেফতারি পরোয়ানা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply