বাংলাদেশ গেমসের পদক তালিকায় শীর্ষে আনসার ও ভিডিপি

|

বাংলাদেশ গেমসের অষ্টম দিনে নিষ্পত্তি হয়েছে বেশ কিছু ইভেন্টের পদকের লড়াই। যেখানে পদক তালিকায় শীর্ষে বাংলাদেশ আনসার। দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। ১১৩ টি স্বর্ণ, ৭১টি রৌপ্য ও ৪৬টি ব্রোঞ্জ নিয়ে মোট ২৩০টি পদক নিয়ে শীর্ষে অবস্থান করছে আনসার ভিডিপি। দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ নৌবাহিনীর অর্জন ৯৪টি স্বর্ণ, ৮৪টি রৌপ্য ও ৭০টি ব্রোঞ্জ সব মিলিয়ে ২৪৮টি পদক পেয়েছে তারা। আর ৬৩ স্বর্ণ, ৩৭ রৌপ্য ও ২৪ ব্রোঞ্জ সহ মোট ১২৪ টি পদক নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে বাংলাদেশ সেনাবাহিনী।

বাংলাদেশ গেমসের ব্যাডমিন্টন ইভেন্টের নারী এককে স্বর্ণ পদক জিতেছেন বাংলাদেশ আনসারের ঊর্মি আক্তার। শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ঊর্মি আক্তার ২-১ সেটে সেনাবাহিনীর বৃষ্টি খাতুনকে হারিয়ে স্বর্ণ পদক জিতে নেন।

এদিকে, ভারোত্তোলনে হয়েছে দু’টি ইভেন্টের নিষ্পত্তি। যেখানে নারীদের ৭৬ কেজি ওজন শ্রেণীতে বাংলাদেশ আনসার ও৮১ কেজি বিভাগে বাংলাদেশ সেনাবাহিনী স্বর্ণ জিতেছে। ৭৬ কেজি ওজন বিভাগে আনসারের জহুরা খাতুন নিশা সোনা জয়ের পথে স্ন্যাচ ও ক্লিন এন্ড জার্ক মিলিয়ে ১৬২ কেজি তুলেছেন। ৮১ কেজি ওজন শ্রেণীতে সেনাবাহিনীর মনিরা কাজী স্ন্যাচ ও ক্লিন এন্ড জার্ক মিলিয়ে ১৬৯ কেজি ভারত্তোলেন করেন।

গেমসে নারী হ্যান্ডবলে শিরোপা ধরে রেখেছে আনসার। হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে পুলিশকে ৪২-২০ গোলে হারায় তারা। প্রথমার্ধে ২২-৭ গোলে এগিয়ে ছিলো আনসার। এই ডিসিপ্লিনের পুরুষ বিভাগে বিজিবির কাছে হেরে রৌপ্য জিতেছিলো সার্ভিসেস দলটি।

এদিকে তৃতীয় স্থান নির্ধারণই ম্যাচে জামালপুরকে ২৬-১৬ গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে নওগাঁ। ফাইনাল শেষে বিজয়ীদের পদক তুলে দেন বিওএ সহ সভাপতি শেখ বশির আহমেদ মামুন।

ধানমন্ডি বাস্কেটবল জিমন্যাসিয়ামে বাংলাদেশ গেমস বাস্কেটবলে ফাইনালে হাড্ডাহাডি লড়াইয়ের পর বাংলাদেশ সেনাবাহিনীকে ৫৭-৫২ পয়েন্টে হারিয়ে স্বর্ণ জিতেছে বাংলাদেশ নৌবাহিনী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply