ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যেই করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু

|

ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যেই করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু

করোনা টিকার দ্বিতীয় ডোজ দেয়ার কার্যক্রম শুরু হয়েছে আজ। দ্বিতীয় ডোজের টিকা নিতে রাজধানীতে বিএসএমএমইউ’তে মানুষের উপচে পড়া ভিড়।

টিকার প্রথম ডোজ নেয়ার ৫৬ দিন পার হওয়া এবং এসএমএস পাওয়া ব্যক্তিরা টিকা পাচ্ছেন আজ। বিএসএমএমইউ’তে ১৬শ’ টিকা দেয়া হবে আজ।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে মোট ৮টি বুথে টিকা দেয়ার কার্যক্রম চলছে। এর মধ্যে কেবল একটি বুধে প্রথম ডোজ দেয়া হচ্ছে। টিকা নিতে অনেকেই সামাজিক দূরত্ব মানছেন না।

প্রথম ডোজের টিকা কার্যক্রম সারাদেশে একসাথে শুরু হয় ৭ ফেব্রুয়ারি। বুধবার পর্যন্ত সারা দেশে করোনার ভ্যাকসিন নিয়েছেন ৫৫ লাখ ৬৮ হাজার ৭০৩ জন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply