করোনা বাড়লে হাসপাতালে সেবা দিতে হিমশিম খেতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

|

করোনা বাড়লে হাসপাতালে সেবা দিতে হিমশিম খেতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

করোনা সংক্রমণ বাড়তে থাকলে হাসপাতালের ইকুপমেন্ট বাড়ালেও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হিমশিম খেতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার দুপুরে বিএসএমএমইউ’তে বিশ্বস্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই কথা জানান। তিনি বলেন, জনগণের সার্বিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে। তবে কঠোরভাবে স্বাস্থ্যবিধি না মানলে করোনা মোকাবেলা কঠিন হবে বলেও জানান তিনি। তাই দেশের সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্যশিক্ষা পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব আলী নূর ও বিএসএমএমইউ এর সাবেক উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্তসহ আরো অনেকে। অনুষ্ঠানে বক্তারা, করোনা মোকাবেলায় স্বাস্থ্য সুরক্ষার নানা দিক তুলে ধরেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply