হেফাজত কর্মীদের হামলায় আহত আওয়ামী লীগ নেতা মহিবুল্লাহ’র মৃত্যু

|

হেফাজত কর্মীদের হামলায় আহত আওয়ামী লীগ নেতা মহিবুল্লাহ'র মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হেফাজতে ইসলাম কর্মীদের হামলায় গুরুতর আহত হওয়ার ৪ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতা। ভোরে চট্টগ্রামে একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত মহিবুল্লাহ কোদালা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।

রাঙ্গুনিয়া থানা পুলিশ জানায়, নারায়নগঞ্জের রিসোর্টে নারীসহ হেফাজত নেতা মামুনুল হক অবরুদ্ধ হওয়ার পর ৩ এপ্রিল রাতে রাঙ্গুনিয়ায় কোদালা ইউনিয়নে মিছিল বের করে তার সমর্থকরা। তাদের সামনে পড়লে ৩ আওয়ামী লীগ নেতাকর্মীকে লাঠি দিয়ে বেধড়ক পেটায়। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত মহিবুল্লাহকে মঙ্গলবার থেকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিলো। মৃত্যুর পর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এ ঘটনায় আগেই ৬৪ জনের নামোল্লেখ সহ ২১৪ জনকে আসামি করে মারধর ভাংচুর ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়েছে। মারধরের মামলাটি হত্যা মামলায় রূপান্তর হবে বলে জানিয়েছে পুলিশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply