জাতীয় ক্রিকেট দলের নির্বাচকদের বেতন বাড়ানোর দাবি জানিয়েছেন আশরাফুল

|

জাতীয় দলের নির্বাকরা যদি বিপিএলে কোনো ফ্র্যাঞ্চাইজির মেন্টর হন তখন ওই দলের ক্রিকেটারের প্রতি নির্বাচকদের দুর্বলতা থাকতেই পারে। বিপিএল শেষে তিনি যখন জাতীয় দল নির্বাচন করবেন তখন সেই নির্বাচন খুব বেশি স্বচ্ছ নাও হতে পারে। গণমাধ্যমে আশরাফুর বলেন, ক্রিকেট বোর্ডের ২৪ জন পরিচালকের বিপিএলের সাথে যুক্ত থাকার কোন প্রয়োজন আছে বলে আমি মনে করি না।

আশরাফুল আরও বলেন, পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইনজামাম-উল-হক যখন প্রধান নির্বাচক ছিলেন তখন তার বেতন ছিল ১২ লাখ রুপি। কিন্তু আমাদের দেশের নির্বাচকদের বেতন কিন্তু এত বেশি নয়। তামিম সাকিবরা যেখানে বেতন পায় ৫-৬ লক্ষ তখন এদেশের নির্বাচকরা বেদন পাচ্ছেন ২ লক্ষ টাকা।

জাতীয় ক্রিকেট দলের নির্বাচকদের বেতন বাড়ানোর দাবি জানিয়ে আশরাফুল আরও বলেন, যারা জাতীয় দল নির্বাচনের দায়িত্বে থাকবে তাদের অবশ্যই মূল্যায়ন করতে হবে। নির্বাচকদের এ ক্যাটাগরির ক্রিকেটারদের সমান বা তার চেয়েও বেশি সম্মানী দিতে হবে। নির্বাচকরা যদি ক্রিকেটারদের চেয়ে বেশি সম্মানী পান তাহলে তাদের বিপিএলে কোনো টিমের মেন্টর হতে হবে না


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply