শতাধিক যাত্রী নিয়ে লঞ্চ ডোবার উপক্রম, চরে ঠেকিয়ে রক্ষা

|

স্টাফ রিপোর্টার:

ঝড়ের কবলে পড়ে বাংলাবাজার-শিমুলীয়া নৌরুটের পদ্মা সেতু এলাকায় শতাধিক যাত্রী নিয়ে এমভি নূর ই আয়শা নামের একটি লঞ্চ ডোবার উপক্রম হয়। চালক লঞ্চটি পার্শ্ববর্তী চরে ঠেকিয়ে কোনমতে যাত্রী ও লঞ্চটি রক্ষা করে।

লঞ্চ কর্তৃপক্ষ লঞ্চটিতে ৮০ জন যাত্রী ছিল দাবি করলেও যাত্রীরা জানান লঞ্চটিতে ২ শতাধিক যাত্রী রয়েছে।

জানা যায়, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিক বাংলাবাজার ঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে এমভি নূর ই আয়শা লঞ্চটি শিমুলীয়া ঘাটের উদ্দেশে ছেড়ে যায়। লঞ্চটি পদ্মা সেতুর দক্ষিণ পাশ এলাকায় পৌঁছালে ঝড়ের কবলে পড়ে। এসময় প্রবল ঢেউয়ের তোড়ে লঞ্চটির ইঞ্জিনরুমে পানি ঢুকে পড়ে লঞ্চটি ডোবার উপক্রম হয়। এসময় চালক লঞ্চটি কোনমতে পার্শ্ববর্তী চরে ঠেকিয়ে দিলে যাত্রী ও লঞ্চটি বড় ধরনের বিপদ থেকে রক্ষা পায়।

লঞ্চের যাত্রী আব্দুল্লাহ মুঠোফোনে বলেন, লঞ্চটি ভালই চলছিল। পদ্মা সেতু এলাকায় আসলে ঝড় শুরু হলে প্রবল ঢেউয়ে লঞ্চটি ডোবার উপক্রম হলে চালক লঞ্চটি পাশের চরে ঠেকিয়ে দেয়। আমরা দুই শতাধিক যাত্রী চরে আটকে রয়েছি।

লঞ্চের ইঞ্জিন মাস্টার এলাহী মুঠোফোনে বলেন, হঠাৎ ঝড় শুরু হওয়ায় নদীতে ঢেউয়ের গতি বেড়ে যায়। এতে লঞ্চের ইঞ্জিনরুমে পানি ঢুকে পড়ে তাই লঞ্চটি পার্শ্ববর্তী চরে ঠেকিয়ে রেখেছি। যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বিআইডব্লিউটিএ কাঁঠালবাড়ি ঘাট পরিদর্শক আক্তার হোসেন বলেন, যাত্রীদের উদ্ধারে লঞ্চ পাঠানো হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply