মিয়ানমারে জান্তা আগ্রাসনে প্রাণহানি ৪৬ শিশুসহ সাড়ে ৫শ’

|

মিয়ানমারে জান্তা আগ্রাসনে প্রাণহানি ৪৬ শিশুসহ সাড়ে ৫শ

মিয়ানমারে অভ্যুত্থানের পর থেকে সাড়ে ৫শ’ মানুষের প্রাণ গেলো জান্তা আগ্রাসনে। হতভাগ্যদের ৪৬ জনই শিশু।

পর্যবেক্ষক সংস্থা-AAPP’র তথ্য অনুসারে, এখনো বন্দি ২৭শ’র বেশি মানুষ। যাদের অজ্ঞাত স্থানে আটকে করা হচ্ছে বর্বর নির্যাতন।

এছাড়া সামজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক বার্তা ছড়ানোর অপরাধে শিল্পপতি-সংবাদকর্মীসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সেনা কর্তৃপক্ষ। শনিবারও, রাতভর সেনাদের চালানো সাঁড়াশি অভিযানে প্রাণ গেছে দুই নিরস্ত্র বেসামরিকের। তবুও- দমনপীড়নের বিরুদ্ধে দেশটির বিভিন্ন শহরে অব্যাহত বিক্ষোভ-প্রতিবাদ। সীমান্ত অঞ্চলগুলোয় বিমান হামলা থেকে প্রাণ বাঁচাতে প্রতিবেশী থাইল্যান্ড ও ভারতে পাড়ি জমাচ্ছেন হাজারো মানুষ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply