করোনায় আক্রান্ত আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ

|

করোনায় আক্রান্ত আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ

কোভিড-১৯ আক্রান্ত হলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। শনিবার ধরা পড়ে তার সংক্রমণ।

উপসর্গ হিসেবে হালকা জ্বর ও মাথাব্যাথা থাকলেও এখনও গুরুতর কোনো শারীরিক জটিলতা নেই তার। একদিন আগেই করোনা সংক্রমিত সন্দেহে আইসোলেশনে চলে যান তিনি। চলতি বছরের শুরুতে রুশ ভ্যাকসিন স্পুটনিক ফাইভের ডোজ নিয়েছিলেন তিনি।

প্রেসিডেন্টের ব্যক্তিগত চিকিৎসক জানান, টিকার প্রভাবে শরীরের বড় অংশ সুরক্ষিত আছে।

কোভিড নাইনটিন প্রতিরোধে নানা ধরণের কড়াকড়ি জারি রয়েছে আর্জেন্টিনায়। মহামারিতে এ পর্যন্ত ৫৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে দেশটিতে। প্রায় ৬ লাখ ৮৩ হাজার মানুষ নিয়েছেন করোনা টিকা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply