মজনুর একের ভেতর সাত

|

নব্বই দশকের অন্যতম নন্দিত কবি মজনু শাহ’র কবিতা সংগ্রহ আসছে এবারের বইমেলায়। কর্মসূত্রে দীর্ঘ দিন ইতালিতে বসবাস করা এই কবি ইতোমধ্যেই তরুণ কবিদের মধ্যমণিতে পরিণত হয়েছেন। মজনু শাহের পূর্ব প্রকাশিত বা নতুন কবিতা পাঠের জন্যে যাদের আগ্রহ আছে, চৈতন্য থেকে প্রকাশিত বইটি তা পূরণে ভূমিকা রাখবে। তারা বের করছে মজনু শাহ’র কবিতা সংগ্রহ।

বাল্মীকির কুটির শিরোনামের এই কাব্যসংকলনে মিলবে পূর্বে প্রকাশিত ৬টি কাব্যগ্রন্থ — আনকা মেঘের জীবনী(১৯৯৯), লীলাচূর্ণ(২০০৫), মধু ও মশলার বনে(২০০৬), জেব্রামাস্টার(২০১১), ব্রহ্মাণ্ডের গোপন আয়না(২০১৪), আমি এক ড্রপআউট ঘোড়া(২০১৫)র কবিতাগুলো।

এছাড়াও এই কাব্যসংকলনে আছে বাল্মীকির কুটির নামে সম্পূর্ণ নতুন একটি বই। এব্যাপারে মজনু বলেন- ‘বাল্মীকির কুটির বইটা নতুন, এটা আলাদা করে বই আকারে ছাপলাম না আর। আগে প্রকাশিত ৬টা বইয়ের সঙ্গে জুড়ে দিলাম, আর এই কাব্যসংকলনের নাম রেখেছি ঐ নামে।

এই বইটির মাধ্যমে পাঠাকরা তাই সুযোগ পাবেন অতীতের মজনুর সাথে আজকের মজনুকে মিলিয়ে দেখার। বইটির প্রকাশক চৈতন্য। স্টল নং ৬০৪-৬০৫। মূল্য ২২৫ টাকা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply