রোহিঙ্গা নির্যাতনের মাত্রা বেড়েই চলছে

|

রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে দমন-পীড়ন অভিযান আরও জোরদার করেছে মিয়ানমার সেনাবাহিনী। এদিকে, চলমান সহিসংতায় মৃতের সংখ্যা বেড়ে ১০৪ জনে দাঁড়িয়েছে বলে দাবি দেশটির সরকারের।

এদিকে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে রাখাইনের উত্তরাঞ্চলে অন্তত ১০টি স্থানে আগুন দেয়া হয়েছে। স্যাটেলাইটে পাওয়া ছবির ওপর ভিত্তি করে এমন দাবি তাদের। বলা হচ্ছে, গত শুক্রবার পুলিশ চৌকিতে হামলার পর আগুন দেয়া হয় এসব স্থানে।

রাখাইনের স্থানীয় গণমাধ্যমও বলছে, হামলাকারীদের দমনের নামে, নির্বিচারভাবে পোড়ানো হচ্ছে রোহিঙ্গাদের ঘরবাড়ি। সেনা নিপীড়নের কারণে গ্রাম ছেড়ে পালাচ্ছে বাসিন্দারা। মিয়ানমার সরকারের এমন নিপীড়নের কারণে সরকারের বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি বা ‘এআরএসএ’ । এরই মধ্যে গোষ্ঠীটিকে ‘সন্ত্রাসী সংগঠন’ আখ্যা দিয়েছে সুচি সরকার।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply