‘নন্দীগ্রামে মমতাকে হারালেই বাংলায় বিজেপির জয় নিশ্চিত’

|

'নন্দীগ্রামে মমতাকে হারালেই বাংলায় বিজেপির জয় নিশ্চিত'

নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারালেই বাংলায় বিজেপির জয় নিশ্চিত। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয়দফা ভোট-প্রচারণার শেষদিন এ হুংকার দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আজ নন্দীগ্রামে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর হয়ে রোডশো করেন তিনি। দুপুর দেড়টায় হাজারো কর্মী-সমর্থকের অংশগ্রহণে শুরু হয় বর্ণাঢ্য আয়োজন। রোডশো শেষে, রেয়ারপাড়া শিব মন্দিরে পূজা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। হাই-ভোল্টেজ আসনের সবশেষ প্রচারণা থেকে বিজেপির কি প্রতিশ্রুতি আসে তার দিকেই ছিলো গোটা পশ্চিমবঙ্গের নজর। সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর জয় নিশ্চিত। কারণ, শুধু এ আসনের ভোটাররা নন বরং গোটা বাংলার মানুষই চায় পরিবর্তন।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও বলেন, কোন সন্দেহ নেই- বিপুল ভোটের ব্যবধাণে নন্দীগ্রামে জয়ী হতে যাচ্ছেন বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। কারণ, ভোটারদের সবার একটাই অভিমত- পরিবর্তন গোটা বাংলাতেই করতে হবে। কিন্তু, বিধানসভা নির্বাচনে জয়ের সরল রাস্তা- নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারানো। তাতে পশ্চিমবঙ্গের ক্ষমতায় বিজেপির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় থাকবে না কোন বাধা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply