আমিনুল ইসলামের কবিতার বই ‘অভিবাসী ভালোবাসা’

|

এবারের বই মেলায় কবি আমিনুল ইসলাম কবিতার বই ‘‘ অভিবাসী ভালোবাসা ‘’ প্রকাশিত হয়েছে অনিন্দ্য প্রকাশ থেকে। বইয়ের কবিতাগুলো ২০১৭-১৮ সালে লেখা। এই বছরটি আমিনুলের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণও কারণ এবছর আগামী প্রকাশনী থেকে বেরিয়েছে তার ‘শ্রেষ্ঠ কবিতা’। ১২টি বইয়ের কবিতা নিয়ে এই সংকলন।

কবি আমিনুল ইসলাম ১৯৬৩ সালের ২৯ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার টিকলীচর গ্রামে এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই লেখালেখি করেন তিনি। তবে কবি-প্রাবন্ধিক হিসাবে আত্মপ্রকাশ নব্বই দশকে। নদী, প্রেম এবং আন্তর্জাতিক ঘটনাবলী তার কবিতায় বিশিষ্ট স্থান দখল করে আছে।

রাজধানীতেই বসবাস করলেও  অনুষ্ঠান-সংগঠনে তাকে দেখা যায় না বললেই চলে। বলা চলে তিনি নিভৃতচারী মানুষ। কবিতা রচনায় দশকের সীমাবদ্ধতা কাটিয়ে উঠে শব্দ ও ভাষার ব্যবহারে তিনি কবিতার নিজস্ব একটি ধরণ নির্মাণে সক্ষম হয়েছেন। তার কবিতার আলোচকগণ প্রায় সকলেই এই মন্তব্য মেনে নেন।

দুর্বোধ্য নয় অথচ গভীর ব্যঞ্জনাময়, এটি হচ্ছে তার কবিতার সবচেয়ে বড় দিক। মননশীল প্রবন্ধের জন্যও তিনি সমানভাবে স্বীকৃত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply