বৃষ্টি আইনে বাংলাদেশের সামনে কঠিন লক্ষ্য

|

বৃষ্টি আইনে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১৬ ওভারে ১৪৮ রান। শেষ খবর পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ১ দশমিক ৩ ওভারে ১২ রান।

নেপিয়ারে বৃষ্টিস্নাত উইকেটের সুবিধা নিতে টস জিতে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। সাফল্য আসে তাসকিন আহমেদের হাত ধরে। ১৭ রান করা ফিন অ্যালেনকে ফেরান তাসকিন। সাইফউদ্দিনের বলে ২১ রান করা গাপটিলের দারুণ ক্যাচ নেন তাসকিন।

পরের ওভারে এসেই সাফল্য পান শরিফুল। ১৫ রান করা ডেভন কনওয়েকে ফিরিয়ে প্রতিপক্ষকে কিছুটা চাপে ফেলেন শরিফুল। ৫৫ রানে তখন ৩ উইকেটের দল নিউজিল্যান্ড।

এদিন ১ পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। উই ইয়াংকে বোকা বানান শেখ মেহেদী। এর পর বৃষ্টির বাঁধায় পড়ে ম্যাচ। ফিরে এসে মার্ক চ্যাপম্যানকে দ্বিতীয় শিকারে পরিণত করেন মেহেদী। নিউজিল্যান্ডের শেষ ৫ ওভারে আসে ৭০ রান। ফিলিপ-মিচেল জুটি ২৭ বলে করে ৬২ রান। এরপর আবারও বৃষ্টির বাঁধায় পড়ে ম্যাচ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply