ঋণের বোঝা লাঘবে সমন্বিত বৈশ্বিক পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

|

করোনা পরিস্থিতিতে তারল্য সংকটের দ্রুত সমাধান ও ঋণের বোঝা লাঘবে সমন্বিত বৈশ্বিক পদক্ষেপের নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী ‘ফাইন্যান্সিং ফর ডেভেলপমেন্ট ইন দ্য এরা অব কোভিড-১৯ অ্যান্ড বেয়ন্ড ইনিশিয়েটিভ’ শীর্ষক রাষ্ট্র প্রধানদের এক ভার্চুয়াল বৈঠকের ভিডিও বার্তায় এই আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, জি-৭, জি-২০ এবং ওইসিডি’র সদস্য দেশগুলোকে এই পরিস্থিতিতে বলিষ্ঠ নেতৃত্ব দিতে হবে। উন্নত দেশগুলোকে তাদের শূন্য দশমিক ৭ শতাংশ ও’ডে প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানান।

প্রধানমন্ত্রী আরও বলেন, ঝুঁকিপূর্ণ অর্থনীতির জন্য রাজস্ব প্রণোদনা, অর্থনীতিতে বিশেষ সুবিধা ও ঋণ রেয়াত বাড়াতে হবে। এফএফডিআই’র পৃষ্ঠপোষকতায় মহামারি থেকে অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়তার লক্ষ্যে কর্ম-পরিকল্পনা ঠিক করতে এই ভার্চুয়াল বৈঠকটি অনুষ্ঠিত হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply