সিরিয়ার আল-হোল ক্যাম্পে কুর্দি বাহিনীর অভিযান

|

সিরিয়ার আল-হোল ক্যাম্পে কুর্দি বাহিনীর অভিযানে ৯ সন্দেহভাজন আইএস কর্মীকে আটক করা হয়েছে।

রোববার যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দস ফোর্সের প্রায় ৫ হাজার সদস্য অংশ নেয় সাড়াশি এ অভিযানে। ৬০ হাজারের বেশি মানুষের বসবাস ক্যাম্পটিতে। এদের অনেকেই আইএস যোদ্ধাদের পরিবার কিংবা সমর্থক।

এক বিবৃতিতে কুর্দি বাহিনী জানায়, আটক আইএস সদস্যদের একজন ইরাকি নাগরিক। তবে অভিযানে ৩০ জনের বেশি আটক হয়েছে বলে দাবি, যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের। আটক অভিযান চলবে বলে জানিয়েছে, কুর্দি বাহিনীর প্রধান ফোর্স এসডিএফ।

এদিকে, সম্প্রতি ক্যাম্পটিতে বেশ কিছু সহিংসতার জেরেই চালানো হলো অভিযান। চলতি বছরই ৪৭ জনকে হত্যা করে আইএস সমর্থকরা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply