করোনা: মেক্সিকোতে প্রকাশিত সংখ্যার চেয়ে ৬০ শতাংশ বেশি মানুষের মৃত্যু

|

করোনাভাইরাসে প্রাণহানির সংশোধিত তালিকা সামনে আনলো মেক্সিকো। বলা হচ্ছে- অতীতে প্রকাশিত সংখ্যার তুলনায় ৬০ শতাংশ বেশি মানুষ মৃত্যুবরণ করেছেন করোনায়।

রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশ করে এ তথ্য। এর মানে, উত্তর আমেরিকার দেশটিতে ৩ লাখ ২১ হাজারের মতো মানুষ কোভিড নাইনটিনে মারা গেছেন।

সংশোধিত তালিকা অনুসারে, মহামারিতে বিশ্বজুড়ে প্রাণহানির দিক থেকে যুক্তরাষ্ট্রের পরই মেক্সিকোর অবস্থান। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, চলতি বছরের প্রথম ছয় সপ্তাহেই দেশটিতে প্রাণহানি ছিলো দু’লাখ ৯৪ হাজারের বেশি। মধ্য ফেব্রুয়ারি থেকে আরও ২৭ হাজারের মতো মৃত্যু রেকর্ড করা হয়।

সংকট মোকাবিলায় শুরু থেকেই চাপের মধ্যে ছিলেন প্রেসিডেন্ট ম্যানুয়েল লোপেজ। বিরোধীদের অভিযোগ- বরাবরই তিনি প্রাণহানির মূল সংখ্যাটি গোপন করেছেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply