সুয়েজ খালে আটকা এভারগিভেনের উদ্ধারকাজে সামান্য অগ্রগতি

|

সুয়েজ খালে আটকা এভারগিভেনের উদ্ধারকাজে সামান্য অগ্রগতি

সুয়েজ খালে আটকে থাকা কন্টেইনার জাহাজ এভারগিভেনের উদ্ধারকাজে সামান্য অগ্রগতি হয়েছে। শনিবার এ দাবি করেছে খাল কর্তৃপক্ষ।

আগামী রোববারের মধ্যে আবার জাহাজটি স্বাভাবিকভাবে চলতে পারবে বলে আশাবাদ তাদের। এক বিবৃতিতে জানান, ড্রেজিংয়ের মাধ্যমে সরানো হয়েছে প্রায় ২০ হাজার টন বালি। ১৪ টাগবোটের প্রচেষ্টায় জাহাজটি ৩০ ডিগ্রীর মতো ঘোরানো সম্ভব হয়েছে।

গত ২৩ মার্চ তীব্র ধুলিঝড়ে নিয়ন্ত্রণ হারায় এভারগিভেন। আড়াআড়িভাবে ঘুরে গিয়ে খালের দুপাশে আটকে যায় এর দু’প্রান্ত। ১৩শ’ ১২ ফুট দীর্ঘ জাহাজটি পথ আটকে রাখায় খালের দু’দিকে তৈরি হয়েছে তীব্র নৌযান জট। আটকে আছে ৩ শতাধিক মালবাহী জাহাজ। যাতায়াত বন্ধ থাকায় কোটি কোটি ডলারের ক্ষতি হচ্ছে। পণ্য নিয়ে ফিরেও গেছে অনেক জাহাজ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply