আরও ২০ মিনিট পেছাল মোদির বিদায়

|

মন্দির পরিদর্শনে সাতক্ষীরার পথে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদায় আরও ২০ মিনিট পিছিয়ে সাড়ে ৯টায় করা হয়েছে। শনিবার রাতেই মোদিকে বহনকারী বিশেষ বিমানটি ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় নরেন্দ্র মোদিকে বহনকারী বিশেষ বিমানটি পৌঁছায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বৈশ্বিক মহামারীর মাঝে দেশের বাইরে ভারতীয় প্রধানমন্ত্রীর এটিই প্রথম সফর।

বাংলাদেশের মাটিতে ভারতীয় প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে শুরু হয় রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা। পরিবেশিত হয় দুই দেশের জাতীয় সংগীত। তিন বাহিনীর চৌকস দলের পক্ষ থেকে নরেন্দ্র মোদিকে দেয়া হয় গার্ড অব অনার।

সফরকালে সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী মন্দিরে প্রার্থনা করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় মন্দির প্রাঙ্গণে উপস্থিত সকলের সাথে শুভেচ্ছা বিনিময়ও করেন তিনি।

শনিবার সকাল দশটার দিকে সাতক্ষীরার ঐতিহাসিক যশোরেশ্বরী মন্দির প্রাঙ্গণে যান নরেন্দ্র মোদি। সেখানে ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে প্রবেশ করেন মন্দিরের মূল অংশে। মন্দিরের ভেতর প্রায় দশ মিনিট সময় কাটান ভারতের প্রধানমন্ত্রী। অংশ নেন পূজা অর্চনায়। পালন করেন বিভিন্ন ধর্মীয় অনুষঙ্গ। রীতি অনুযায়ী পূজা অর্চনা শেষে কয়েকদফা মন্দিরের মূল অংশ প্রদক্ষিণ করেন নরেন্দ্র মোদি।

পরে আবার শুভেচ্ছা বিনিময় পর্বে অংশ নেন তিনি। প্রায় ৪৫ মিনিট সময় কাটিয়ে সাতক্ষীরার শ্যামনগর থেকে হেলিকপ্টারযোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওয়ানা করেন ভারতীয় প্রধানমন্ত্রী।

এরপরে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানান মোদি। সমাধি কমপ্লেক্সে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার সাথে ছিলেন বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা। পরে ভারতের প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করেন জাতির পিতার সমাধিতে। শ্রদ্ধা জানানোর পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন মোদি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply