সারাদেশে পালিত হচ্ছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী

|

সারাদেশে পালিত হচ্ছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সারা দেশে ফুলেল শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে সর্বস্তরের মানুষ।

সূর্যোদয়ের সাথে সাথে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, সিটি মেয়র ও প্রশাসনের কর্মকর্তারা। পরে স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। বীর শহীদদের শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করেন সর্বস্তরের মানুষ।

এদিকে রাজশাহীতে জেলা প্রশাসন স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারীরা। রাজশাহী কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্নস্থানে স্বাধীনতাযুদ্ধের স্মৃতিসম্ভে ফুলেল শ্রদ্ধা জানান নানা শ্রেণি-পেশার মানুষ। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দিনভর রয়েছে নানা আয়োজন।

মুক্তিযুদ্ধের বীর সেনানীদের শ্রদ্ধা জানাতে ভোর থেকেই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ভিড় জমান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মুক্তিযোদ্ধা, প্রশাসনের কর্মকর্তাদের পর স্মৃতির মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। উন্নত-সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয় জানান তারা।

খুলনায় গল্লামারী স্মৃতিসৌধে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধারা। পরে প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। বীর শহীদদের স্মরণ করতে ভিড় ছিলো সর্বস্তরের মানুষের।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করতে ভোর থেকে বরিশাল মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে আসতে শুরু করেন নানা শ্রেণি-পেশার মানুষ। এছাড়া মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বধ্যভূমি ও টর্চার সেলেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

রংপুর মহানগরীর মর্ডান মোড়ে স্বাধীনতার স্মৃতিস্তম্ভে সূর্যোদয়ের সাথে সাথে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিটি মেয়র, বিভাগীয় কমিশনারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। পরে একাত্তরের বীর সেনানীদের শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। দারিদ্রমুক্ত দেশ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তারা।

এছাড়া লক্ষ্মীপুর, নরসিংদী, মাদারীপুর, ঠাকুরগাঁওসহ সারা দেশেই মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করেন জাতির সূর্য সন্তানদের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply