হাইকোর্ট থেকে জামিন পেয়েই নিহতের স্বজনদের ওপর হামলা

|

হাইকোর্ট থেকে জামিন পেয়েই নিহতের স্বজনদের ওপর হামলা

বগুড়ায় হত্যামামলার আসামিরা হাইকোর্ট থেকে জামিন পেয়েই হামলা চালিয়েছে নিহতের স্বজনদের ওপর। বৃহস্পতিবার রাতে শহরের ফুলতলা এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এসময় কুপিয়ে জখম করা হয় এক যুবককে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ২২ ফেব্রুয়ারি ফুলতলা বাজার এলাকায় ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা আল ফোরকানকে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক নাদিম প্রামাণিকসহ ১৩ জনকে আসামি করে শাজাহানপুর থানায় মামলা করেন ফোরকানের মা শাহানা আকতার। ওই মামলায় বৃহস্পতিবার দুপুরে হাইকোর্ট থেকে জামিন পান প্রধান আসামি নাদিমসহ ৪ জন।

পরে আদালত থেকে বেরিয়ে তারা যান বগুড়ায়। রাতে পৌঁছে শহরের ফুলতলা বাজারে নিহত ফোরকানের ভাই ফুয়াদ, ফয়সাল এবং মামাতো ভাই মশিউরকে দেখে তাদের সঙ্গে মামলা নিয়ে বাকবিতণ্ডায় জড়ান নাদিমসহ তার সঙ্গের লোকজন। একপর্যায়ে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয় মশিউরকে। হামলার পর নাদিমসহ তার সঙ্গীরা দ্রুত সেখান থেকে সটকে পড়ে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply