জাতীয় লিগে জয় পেয়েছে ঢাকা,খুলনা ও চট্টগ্রাম

|

ন্যাশনাল ক্রিকেট লিগে জয় পেয়েছে ঢাকা বিভাগ। বরিশাল বিভাগের সাথে আট উইকেটের বড় জয় তুলে নেয় ঢাকা।

আগের দিনে করা ৭ উইকেটে ১৭৭ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল বরিশাল বিভাগ। দলীয় ১৮৪ রানে ফজলে মাহমুদকে এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলেন আবু হায়দার রনি।

এরপর মনির হোসেনকে বোল্ড করেন আরাফাত সানি। কামরুল ইসলাম আর তানভীর ইসলাম শেষ উইকেটে যোগ করেন ১৪ রান। ৪ রান করে তানভীর এলবিডব্লিউ হন আল-আমিনের বলে। শেষ পর্যন্ত ২০৮ রানে অলআউট হয় বরিশাল। ম্যাচন জিততে ঢাকার প্রয়োজন ৩৬ রান। সেই রান তারা করতে নেমে অবস্থায় আনিসুল ইসলাম ইমন ও শামসুর রহমানের উইকেট হারিয়ে ৮ উইকেটের জয় পায় ঢাকা।

এদিকে দিনের আরেক ম্যাচে পেসারদের দুর্দান্ত বোলিংয়ে রাজশাহী বিভাগকে ৮৮ রানে হারিয়েছে চট্টগ্রাম। দুই ইনিংস মিলিয়ে সাত উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন রানা। আগে ব্যাট করে প্রথম ইনিংসে চট্টগ্রাম করে ২৮৭ রান। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে চট্টগ্রামের পেসারদের দাপটে রাজশাহী অলআউট হয় ১৫২ রানে। দ্বিতিয়ী ইনিংসে চট্টগ্রামের ইনিংস ১৪৭ রানে থেমে গেলেও ২৮২ রানের বড় লিড পায় তারা। জবাবে ব্যাট করতে নেমে ১৮৪ রানে অল আউট হয় রাজশাহী। ফলে ৮৮ রানের বড় জয় পায় চট্টগ্রাম।

জাতীয় লিগের আরেক ম্যাচে সিলেট বিভাগের বিপক্ষে জয় পেয়েছে খুলনা। চতুর্থ দিনে জয়ের জন্য খুব বেশি অপেক্ষা করতে হয়নি খুলনার। সিলেট বিভাগকে অল্পরানেই আটকে দেওয়ার পর ৭১ রানের লক্ষ্য পৌছাতে খুব বেশি সময় নেয়নি খুলনা। প্রথম ইনিংসে প্রথমে ব্যাট করে ৩৭৫ রান তোলে খুলনা। জবাবে ১৩৪ রানে অল আউট হয়ে ফলোআনে পরে সিলেট। দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানদের দৃড়তায় ৩০৮ রান করে খুলনার সামনে জয়ের জন্য ৭১ রানের টার্গেট দেয় সিলেট। জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেটের বড় জয় পায় খুলনা।

সংক্ষিপ্ত স্কোর: খুলনা ৩৭৫/১০, ১০৯.৪ ওভার, প্রথম ইনিংস
তুষার ৯৯, কায়েস ৯০, নাহিদুল ৪৮
এবাদত ৩/৭৯, আবু জায়েদ ৩/৯৪

সিলেট ১৩৪/১০, ৬০.৪ ওভার, প্রথম ইনিংস
ইমতিয়াজ ৩৭, এনামুল ৩০, জাকের ১৮
মিনহাজুর ৪/৩১, মাসুম ৪/৩৪

সিলেট (ফলো-অন) ৩০৮/১০, ১০৪.৫ ওভার, দ্বিতীয় ইনিংস
জাকির ১৪০, অমিত ৬৬, কাপালি ২৩
হালিম ৪/৬২, মইনুল ৩/৩৬

খুলনা ৭৩/২, ৯.৩ ওভার, দ্বিতীয় ইনিংস
ইমরান ৩৩*, কায়েস ১৮, রবি ১৪
রাজা ১/৫, খালেদ ১/৩২

সংক্ষিপ্ত স্কোর চট্টগ্রাম বিভাগ ২৮৭/১০, ১০১.২ ওভার, প্রথম ইনিংস
শাহাদাত ১০৮, ইয়াসির ৬৩, রানা ৫৫
রেজা ৪/৪৪, পায়েল ২/৬১

রাজশাহী বিভাগ ১৫২/১০, ৪৪.৩ ওভার, প্রথম ইনিংস
রেজা ২৭*, ফরহাদ ২৪, প্রীতম ২১
নোমান ৪/৪৭, রানা ৩/২২

চট্টগ্রাম বিভাগ ১৪৭/১০, ৫০.৫ ওভার, দ্বিতীয় ইনিংস
শুক্কুর ৬৫, জয় ৩৯, শাহাদাত ১৯
হৃদয় ৩/১৯, তাইজুল ৩/৪৮

রাজশাহী বিভাগ ১৯৪/১০, ৬৯ ওভার, দ্বিতীয় ইনিংস
জুনায়েদ ৬৮*, তানজীদ ২৮, জহুরুল ২৩
রানা ৪/৩৫, ইফরান ৩/৪০

সংক্ষিপ্ত স্কোর:
বরিশাল বিভাগ ২৪১/১০, ৭৬ ওভার, প্রথম ইনিংস
আশরাফুল ৪৮, সায়েম ৪৬, গাজী ৪৫
আবু হায়দার ৩/৩৪, রাকিবুল ৩/৭৬

ঢাকা মেট্রো ৪১৩/১০, ১২৯.২ ওভার, প্রথম ইনিংস
মার্শাল ১১২, শহীদুল ১০৬, জাহিদুজ্জামান ৬০
কামরুল ২/৪৯, গাজী ২/৭৭

বরিশাল বিভাগ ২০৮/১০, ৭৩.২ ওভার, দ্বিতীয় ইনিংস
মইনুল ৬৩, সালমান ৪৪, সৈকত ২৫
আবু হায়দার ৩/৪২, শহীদুল ২/৪৩

ঢাকা মেট্রো ৩৭/২, ১১.৫ ওভার দ্বিতীয় ইনিংস
জাহিদুজ্জামান ১৫*, আনিসুল ১০
তানভীর ২/১৩


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply