অধস্তনদের চাকরি বাঁচাতে কার্ডিনালদের বেতন কর্তন পোপের

|

অধস্তনদের চাকরি বাঁচাতে কার্ডিনালদের বেতন কর্তন পোপের

কাঁটছাট করা হলো ভ্যাটিকানের সেইন্ট পিটার্সবার্গে কর্মরত কার্ডিনাল, যাজক, নান’সহ অন্যান্য কর্মকর্তাদের বেতন। মূলত চাকরির সুরক্ষা দিতেই পোপ ফ্রান্সিসের এ নির্দেশনা।

বুধবার জারিকৃত ডিক্রিতে বলা হয়- এপ্রিল থেকে বেতনের ১০ শতাংশ কেটে রাখা হবে। কয়েকটি বিভাগের কর্মকর্তাদের পারিশ্রমিক ৮ ভাগ কমানো হতে পারে। আবার নিম্ন বেতনভূক্ত কর্মকর্তাদের ৩ শতাংশ পর্যন্ত কেটে রাখা হবে মজুরি।

ডিক্রিতে পোপ আরও বলেন, মহামারির কারণে বহু বছর পর গির্জার বাজেটে ঘাটতি দেখা গেলো। যা প্রায় ৬ কোটি ডলারের সম-পরিমাণ। মহামারির প্রভাব এবং অর্থনৈতিক মন্দা মোকাবেলায় চাকরি কাটছাটের দিকে নজর দিয়েছে ভ্যাটিকান কর্তৃপক্ষ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply