সুবর্ণজয়ন্তী উপলক্ষে পুরো বাসাবো জুড়ে চলছে আলপনা উৎসব

|

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পুরো বাসাবো জুড়ে চলছে আলপনা উৎসব। বাসাবো এলাকার উদ্যমী ‘সম্প্রীতি ও সৌহার্দ্য’ নামের সংগঠনে প্রায় প্রতিটি মোড়ে লাগিয়ে চলেছে রঙতুলির আঁচড়। রঙতুলির নিপুণ ছোঁয়ায় রঙিন হয়ে উঠছে পিচ-ঢালা পথগুলো। আর এতে অংশগ্রহণ করছে একঝাঁক তরুণ।

তারা বলছে, দেশের জন্য কিছু করতে হলে নিজের ঘর থেকে শুরু করতে হবে নিজের এলাকা থেকে শুরু করতে হবে। তাই লাল সবুজের বাংলাদেশ আরো রঙিন করে তুলতে তাদের এই আয়োজন।

স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সকল মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাতেই এই কর্মযজ্ঞ। এই কাজের সাথে থাকতে পেরে তরুণরা খুশি।

আয়োজনকারী সংগঠন ‘সম্প্রীতি ও সৌহার্দ্য’র প্রত্যাশা এই এলাকার দেখাদেখি হয়তো আশেপাশের এলাকাগুলো নিশ্চয়ই উৎসাহ পাবে এবং চাইলে তাদের সাথে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিবে। পুরো এলাকা মোড়গুলো রঙিন না হওয়া পর্যন্ত এই আঁকার কাজ চলবে। রাস্তায় রাস্তায় এমন আলপনা দেখে এলাকাবাসী খুবই আনন্দিত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply