কিরগিজস্তান অলিম্পিক দলকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ

|

অনূর্ধ্ব ২৩ এর কাছে ১-০ গোলে হেরেছে কিরগিজস্তান

নেপালে আয়োজিত আসরে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে হারিয়েছে শক্তিশালী কিরগিজস্তান অলিম্পিক দলকে।

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে, ম্যাচের ১৩ মিনিটে সোহাগের ফ্রি-কিক ফিস্ট করে ফেরান কিরগিজ গোলরক্ষক। ৩০ মিনিটে সাদউদ্দিনের ক্রস থেকে আত্মঘাতী গোল করে বসেন কিরগিজ ডিফেন্ডার কামারবাজ বায়ামান। গোল খাওয়ার মিনিট দুয়েকের মধ্যে সমতা ফেরানোর সুযোগ পায় কিরগিজস্তান। কিন্তু গোলরক্ষক আনিসুর রহমান জিকোর দক্ষতায় রক্ষা পায় বাংলাদেশ।

ম্যাচের ৫৭ মিনিটে বদলী হিসেবে মাঠে নামেন জামাল ভূঁইয়া। অধিনায়ক জামাল ভূঁইয়ার এ ম্যাচে খেলার কথা ছিল না। দ্বিতীয়ার্ধে জামালকে মাঠে পাঠিয়ে ম্যাচের লাগামটা যেন শক্ত করে ধরলেন কোচ জেমি ডে। অভিষিক্ত হাবীবুরকে তুলে নামানো হয় অভিজ্ঞ সেন্টারব্যাক রিয়াদুল হাসানকে। অহেতুক বল পায়ে রাখতে গিয়ে খাবি খাওয়া বিপলুকে তুলে নামানো হলো লিগের অন্যতম সেরা পারফরমার রাকিব হোসেনকে। মাঝমাঠের শক্তি বাড়াতে অভিষিক্ত স্ট্রাইকার মেহেদীর জায়গায় নামলেন মিডফিল্ডার মানিক মোল্লাও।

এরপরের ম্যাচে বাংলাদেশ ২৭ মার্চ নেপালের বিপক্ষে মাঠে নামবে। শীর্ষ দু’দল ফাইনালে খেলবে ২৯ মার্চ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply