পি কে হালদারের বান্ধবী শুভ্রার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর

|

পিকে হালদারের সহযোগী শুভ্রাকে গ্রেফতার করেছে দুদক

পি কে হালদারের অন্যতম বান্ধবী শুভ্রা রানী ঘোষের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার সন্ধ্যায় দুদকের করা আবেদনে তার রিমান্ড মঞ্জুর করা হয়।

দুপুরে শুভ্রা রাণী দাসকে গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশন-দুদক। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।

দুদক জানায়, শুভ্রা রাণী ভোরে যুক্তরাষ্ট্র থেকে শাহজালাল বিমানবন্দরে নামেন। সেখান থেকে দুদক তাকে গ্রেফতার করে।

এছাড়া শুভ্রা রাণীকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করার কথাও জানায় দুদক। জানানো হয়, পিকে হালদারের নিয়ন্ত্রণাধীন ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইনান্সিয়াল সার্ভিস লিমিটেড থেকে পাঁচটি কাগুজে প্রতিষ্ঠান প্রায় ৪৩৪ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেছে।

এর মধ্যে ওয়াকামা লিমিটেড ঋণের নামে তুলে আত্মসাৎ করে প্রায় ৮৭ কোটি ৬০ লাখ টাকা। এই পাঁচটি কাগুজে প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ ইন্টারন্যাশনাল লিজিংয়ের কয়েকজন পরিচালক ও পিকে হালদারকে আসামি করে রোববার পাঁচটি পৃথক মামলা দায়ের করে দুদক। এর মধ্যে একটি মামলার আসামি হলেন শুভ্রা রাণী দাস। তিনি ওয়াকামা লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply