নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলোতে বাড়ছে চাপ

|

নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলোতে বাড়ছে চাপ

করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নতুন করে চাপ বাড়ছে হাসপাতালগুলোতে। প্রতিনিয়ত বাড়ছে মৃত্যু ও নমুনা দিতে আসা মানুষের সংখ্যা।

টেস্টের জন্য দেখা গেছে লম্বা লাইন। রাজধানীর বেশিরভাগ করোনা ডেডিকেটেড সরকারি-বেসরকারি হাসপাতালে আইসিইউ বেড নিয়েও সংকট দেখা দিয়েছে। ভর্তি হওয়া রোগীর তুলনায় সুস্থ হয়ে ছাড় পাওয়ার সংখ্যাও কম। গত এক সপ্তাহ ধরে পরিস্থিতি এমন বলে জানিয়ছেন চিকিৎসকরা।

এদিকে ভিড় বাড়লেও, বাড়ানো হয়নি টেস্টের সংখ্যা। পরীক্ষা করাতে এসে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ফিরে গেছেন অনেকে।

ভুক্তভোগীরা জানান, ঠিক মতো পরীক্ষা করা না গেলে সংক্রমণ আরও বাড়বে। তবে করোনার প্রকোপ বাড়লেও স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে এখনও উদাসীন অধিকাংশ মানুষ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply