আমি টেস্ট খেলতে চাই না যারা বলছেন তারা আমার চিঠিই পড়েনি: সাকিব

|

দেশের হয়ে খেলতে চান না সাকিব, বিসিবি’র যে কর্মকর্তারা এই অভিযোগ করেছেন তারা তার চিঠিই পড়েননি। এমন দাবি করেছেন খোদ সাকিব আল হাসান।

টেস্ট খেলতে অনাগ্রহ নয় বরং অক্টোবরে ভারতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সেরা প্রস্তুতি নিতেই শ্রীলঙ্কা সফর থেকে ছুটি চেয়েছেন বলে দাবি তার।

এক অনলাইন পোর্টালে দেয়া সাক্ষাতকারে, অবসরের পর সুযোগ পেলে বিসিবি’র সভাপতি হওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন সাকিব। এই মুহূর্তে ছুটিতে থাকা সাকিব আবারও ফাটিয়েছেন বোমা।

কদিন আগেই শ্রীলঙ্কা সফরে না গিয়ে আইপিএল খেলতে যাওয়ার জন্য সাকিব আবেদন করলে এমন ক্ষোভ প্রকাশ করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বোর্ডের বিভিন্ন কর্মকর্তারা জানান, টেস্ট ক্রিকেট খেলতে নাকি আগ্রহী নয় বিশ্ব সেরা এই অলরাউন্ডার।

বিসিবির এমন বক্তব্যের পর বইছে সাকিবের সমালোচনার ঝড়। ঘটনার প্রায় এক মাস পর মুখ খুললেন সাকিব।

এক ঘণ্টার লম্বা আড্ডায় নিয়মিত বিসিবি বিপিএল আয়োজন না করার সমালোচনাও করেছেন সাকিব। নতুন ক্রিকেটার তৈরি করতে বিপিএলের জন্য নির্দিষ্ট নিয়ম করে নিয়মিত এই টুর্নামেন্ট আয়োজনের তাগিদ দিয়েছেন বিশ্ব সেরা এই অলরাউন্ডার।

শুধু ব্যক্তি সাকিব নয়, দেশের ক্রিকেটারদের সমর্থক ও ক্রিকেট বোর্ডকে আরও বেশি সম্মান দেয়ার আহবান জানিয়েছেন সাকিব।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply