অভ্যুত্থানের পর আন্তর্জাতিক কোনো সম্মেলনে মিয়ানমারের জান্তা প্রধান

|

বিশ্বব্যাপী নিন্দা-সমালোচনার মধ্যেই অভ্যুত্থানের পর প্রথমবার আন্তর্জাতিক কোনো সম্মেলন- আসিয়ানে যোগ দিলেন মিয়ানমারের জান্তা প্রধান। এটি আঞ্চলিক জোটটির প্রতিরক্ষা বিষয়ক ১৮তম সম্মেলন ছিলো।

বৃহস্পতিবারের ভার্চুয়াল বৈঠকে ছিলেন জান্তা প্রধান মিন অং লাইং’সহ শীর্ষ কর্মকর্তারা। গণমাধ্যমগুলোর দাবি, চলমান সংকট নিয়ে সেখানে কোনো কথা হয়নি।

এদিকে, অভ্যুত্থান বিরোধী আন্দোলনে উত্তাল ইয়াঙ্গুন-ম্যান্ডেলেসহ অন্যান্য শহর।
পর্যবেক্ষক সংস্থা- দি অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজোনার্সের তথ্য অনুযায়ী, জান্তা আগ্রাসনে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২১৭ জন। সাঁড়াশি অভিযানে ধরপাকড়ের শিকার ৩ হাজারের কাছাকাছি।

ফেব্রুয়ারির ১ তারিখ, অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply