খাল দখলের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: আতিকুল

|

বেদখল খাল-সড়ক উদ্ধারের পর রক্ষায় স্থানীয়দের সচেতন থাকতে হবে: মেয়র আতিকুল

ফাইল ছবি।

রাজধানীর খাল দখলমুক্ত করতে কোন চাপের কাছে মাথা নত করবে না উত্তর সিটি কর্পোরেশন, বলেছেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। একইসাথে খিদির খাল দখলের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

শুক্রবার দুপুরে উত্তরা ১১ নম্বর সেক্টরের স্লইচ গেট সংলগ্ন নতুন করে খনন করা খিদির খালের উদ্বোধন করেন আতিকুল ইসলাম। এসময় তিনি বলেন, খিদির খালেরসহ আশেপাশের অংশ উত্তর সিটি কর্পোরেশনের।

সেখানে সাফা টাওয়ার নামে প্রস্তাবিত বহুতল মার্কেটের সেলস অফিস নির্মাণ করে গোল্ডেন মনির। এর ফলে খালের পানি প্রবাহ বন্ধ হয়ে যায়। গত মঙ্গলবার সেই ভবন ভেঙ্গে ফেলে ডিএনসিসি। এবং দখল হওয়া অংশ পুনরায় খনন করে খালের পানি প্রবাহ ঠিক রাখে। খিদির খাল দখলের সাথে একজন কাউন্সিলর জড়িত এমন অভিযোগের প্রেক্ষিতে মেয়র জানান, খাল দখলমুক্ত করতে সরকারের সহযোগিতা চায় সিটি কর্পোরেশন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply