ঢাকায় এলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রাজাপাকসে

|

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবে যোগ দিতে ২ দিনের সফরে ঢাকায় এসেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে।

শুক্রবার সকাল পৌনে দশটায় ২৮ সদস্যের প্রতিনিধি দল নিয়ে ঢাকায় পৌঁছান শ্রীলংকান প্রধানমন্ত্রী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিমানবন্দরে রাজাপাকসেকে ২১টি গান স্যালুটসহ আনুষ্ঠানিক গার্ড অব অনার সম্মাননা জানায় সামরিক বাহিনীর একটি চৌকস দল। এসময় পরিবেশন করা হয় দুই দেশের জাতীয় সংগীত। এখান থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্যারেড গ্রাউন্ডের আয়োজনে যোগ দেবেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply