পিরোজপুর মেয়রের বিরুদ্ধে দুদকের মামলা

|

বরিশাল ব্যুরো:

অবৈধ সম্পদ এবং কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগে পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেক ও তার স্ত্রী নীলা রহমানসহ ২৭ জনের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।

বৃহস্পতিবার দুপুরে দুদকের বরিশাল সমন্বিত কার্যালয়ে মামলা দু’টি দায়ের করেন দুদকের উপ পরিচালক আলী আকবর।

দুদক জানায়, গেল বছরের ডিসেম্বরে সম্পদের বিবরণ চেয়ে পৌর মেয়র হাবিবুর রহমান মালেক ও তার স্ত্রী নীলা রহমানকে চিঠি দেয় দুদক। একই সাথে পৌরসভায় ২৫ কর্মচারী নিয়োগে প্রতিজনের কাছ থেকে ৫ লাখ করে সোয়া কোটি টাকা ঘুষ বাণিজ্যের অভিযোগেও নোটিশ দেয়া হয়।

কিন্তু তাদের কাছ থেকে নোটিশের যথাযথ উত্তর না পেয়ে অনুসন্ধানে নামে কমিশন। দুদকের অনুসন্ধানে পৌর মেয়র হাবিবুর রহমান মালেক ও তার স্ত্রী নিলা রহমানের জ্ঞাত আয় বহির্ভূত ৩৬ কোটি ৩৪ লাখ ৭ হাজার ৯৩২ টাকার সন্ধান মেলে।

এছাড়া জাল জালিয়াতি, ঘুষ বাণিজ্যের মাধ্যমে পিরোজপুর পৌরসভায় ২৩ কর্মচারী নিয়োগের প্রমাণও পায় দুদক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply