দায়িত্বের বাইরে গিয়ে করোনা মোকাবিলায় মানুষের পাশে থেকেছে পুলিশ: বেনজীর

|

পুলিশের আইজিপি ড. বেনজীর আহদেম। ফাইল ছবি।

বাংলাদেশ পুলিশ দায়িত্বের বাইরে গিয়ে করোনা মোকাবিলায় মানুষের পাশে থেকেছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ।

রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। বলেন, সাধারণ মানুষকে সচেতন করতে ও নিরাপদ রাখতে গিয়ে ৮৭ সদস্য মৃত্যু বরণ করেছেন। তবে বিশ্বব্যাপী করোনা মোকাবিলায় বাংলাদেশ বেশ এগিয়ে আছে বলেও জানান তিনি।

চলতি মার্চ মাসে হঠাৎ করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, প্রায় ৪৫ লাখের উপরে মানুষ ভ্যাকসিন গ্রহণ করেছেন। তবে এতে করোনা মোকাবিলা করা যাবে এমন ভাবার সুযোগ নেই।

আবারেও কঠোরভাবে স্বাস্থ্য সতর্কতা মানতে ২১ মার্চ থেকে সচেতনতামূলক কর্মসূচি নেয়া হবে বলে জানান পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply