বাংলাদেশ সফর হবে আমার জন্য সম্মানের বিষয়: টুইটবার্তায় মোদি

|

মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ সফর করতে পারা আমার জন্য সম্মানের বিষয় বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার এক টুইটে অভিপ্রায় ব্যক্ত করেছেন মোদি।

টুইটে মোদি লেখেন, ‘মানবাধিকার ও স্বাধীনতার রক্ষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে তার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা। সকল ভারতীয় নাগরিকের কাছেও তিনি একজন বীর হিসেবে গণ্য হন। এই মাসের শেষের দিকে ঐতিহাসিক মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ সফর করতে পারা আমার জন্য সম্মানের বিষয়।’

উল্লেখ্য, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে যোগ দিতে ঢাকা আসছেন দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতারা। আগামী ১৭ থেকে ২৭ মার্চ এই আয়োজনে থাকছেন ভারতের প্রধানমন্ত্রীসহ পাঁচ দেশের সরকার অথবা রাষ্ট্রপ্রধান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৬ মার্চ বাংলাদেশে আসবেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply