নাইজারে আবারও বন্দুকধারীদের হামলা, নিহত কমপক্ষে ৫৮

|

আবারও বন্দুকধারীদের হামলায় নাইজারে প্রাণ গেছে কমপক্ষে ৫৮ জনের। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয় হামলার খবর। মালি সীমান্তে এ রক্তক্ষয়ী সংঘাত হয় বলে জানায় দেশটির সরকার।

কর্তৃপক্ষ জানায়, চারটি গাড়িতে করে তিলাবেরির একটি বাজারে উপস্থিত হয় হামলাকারীরা। ছুড়তে শুরু করে এলোপাথাড়ি গুলি। আগুন ধরে যায় দু’টি গাড়িতে।
এখনও হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। এই মুহূর্তে দু’টি সশস্ত্র জিহাদি গ্রুপ সক্রিয় নাইজারে। এক দলের প্রভাব দেশের পশ্চিমাঞ্চলে, আরেক অংশের প্রভাব দক্ষিণ পূর্বাঞ্চলে।

গত জানুয়ারিতে একই প্রদেশের দু’টি গ্রামে হামলায় শতাধিক নাগরিকের প্রাণ যায়। নিয়মিতই এ ধরনের রক্তক্ষয়ী সংঘাতের ঘটনায় চ্যালেঞ্জের মুখে দেশটির নিরাপত্তা ব্যবস্থা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply