অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রয়োগ চালিয়ে যাওয়ার আহ্বান ডব্লিউএইচও’র

|

করোনাভাইরাস প্রতিরোধে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রয়োগ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সোমবার দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানায় ডব্লিউএইচও।

এতে বলা হয়, শরীরে রক্ত জমাট বাধার যে অভিযোগ আসছে তার সাথে অক্সফোর্ডের ভ্যাকসিন প্রয়োগের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি।

এদিকে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জার্মান, ফ্রান্স, ইতালি ও স্পেনে অক্সফোর্ডের তৈরি টিকার ব্যবহার সাময়িক স্থগিত করেছে। আজ এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভ্যাকসিন সেফটি এক্সপার্টদের সাথে বৈঠকের কথা রয়েছে। একই দিন বৈঠক করবে ইউরোপিয়ান মেডিকেল এজেন্সিগুলোও।

এর আগে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, ডেনমার্ক-নরওয়ে-বুলগেরিয়া-আইসল্যান্ড ও থাইল্যান্ড বন্ধ করে অক্সফোর্ডের টিকাদান কর্মসূচি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply