সন্ত্রাসী কর্মকাণ্ডের জেরে সিরিয়ার ফার্স্ট লেডির বিরুদ্ধে তদন্ত শুরু

|

সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে সিরিয়ার ফার্স্ট লেডি আসমা আল আসাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে যুক্তরাজ্য। রোববার ব্রিটিশ মেট্রোপলিটন পুলিশ নিশ্চিত করেছে এ তথ্য। অভিযোগ প্রমাণিত হলে ব্রিটিশ নাগরিকত্ব হারাতে পারেন আসমা।

কর্তৃপক্ষ জানায়, গত জুলাইতে আসমার বিরুদ্ধে মামলা করে গোয়ের্নিকা থার্টি সেভেন নামে একটি মানবাধিকার সংস্থা। সংস্থাটি জানায়, নিজেদের কর্মকাণ্ডের জন্য সিনিয়র রাজনীতিবিদদেরও জবাবদিহিতার আওতায় আনা উচিত।

সেনাবাহিনীর সাথে নিয়মিত যোগাযোগ, সেনা কর্মকাণ্ডের প্রশংসা জানিয়ে প্রকাশ্যে বিবৃতি এধরণের আচরণ, সিরিয়ায় রক্তক্ষয়ী অভিযানকে উৎসাহিত করেছে, এমন দাবি সংস্থাটির।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply