ভারত-নেপাল-ভুটানের পাশাপাশি অন্যান্য দেশও পায়রাবন্দর ব্যবহারের সুযোগ পাবে

|

ভারত, নেপাল ও ভুটানের পাশাপাশি ভবিষ্যতে অন্যান্য দেশও পায়রাবন্দর ব্যবহারের সুযোগ পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ‘বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল’ এর উদ্বোধন করে প্রধানমন্ত্রী এ কথা জানান। আবারও করোনার সংক্রমণ কিছুটা বাড়তে থাকায় টিকাগ্রহণকারী’সহ সবাইকে মাস্ক পরার আহ্বানও জানান শেখ হাসিনা।

বিআইডিএসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ছাড়া যারা ক্ষমতায় ছিলো, তাদের প্রবণতা ছিলো বিদেশিদের কাছে হাত পেতে চলা। তবে ক্ষমতায় থেকে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে রিজার্ভের টাকা ব্যবহার করছে, যার ফলে নিজস্ব সম্পদেই বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন করতে পারছে। এমন পদক্ষেপের কারণে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে বলেও জানান শেখ হাসিনা।

উন্নয়নের রোল মডেল বাংলাদেশের মানুষের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply