পুলিশি নির্যাতনে এক নারী খুন হওয়ার ঘটনায় উত্তাল ব্রিটেন

|

লন্ডনে পুলিশি নির্যাতনে সারাহ ইভারার্ড নামের এক নারী খুন হওয়ায় ঘটনায় উত্তাল ব্রিটেন। করোনা বিধিনিষেধ উপেক্ষা করেই শনিবার বেশকিছু শহরে হয় পুলিশ বিরোধী হাজারো মানুষের প্রতিবাদ-সমাবেশ। ঘটে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষও।

এ সময় স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগে ৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের ঘটনায় গভীর নিন্দা জানিয়ে পুলিশ বিভাগের কাছে জরুরি ব্যাখ্যা চান লন্ডনের মেয়র সাদিক খান।

মার্চের ৩ তারিখ বন্ধুর বাড়ি যাওয়ার পথে নিখোঁজ হন ৩৩ বছরের সারাহ। তাকে সবশেষ দক্ষিণ লন্ডনের ক্লেপহামে দেখা যায়। পুলিশ বুধবার তল্লাশি চালিয়ে উডল্যান্ড থেকে তার মরদেহ উদ্ধার করে।

এরই মধ্যে লন্ডনের এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ওই তরুণীকে অপহরণ ও হত্যার দায়ে অভিযোগ গঠন করা হয়েছে। এ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে রাতের লন্ডনে নারীদের চলাচলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply