ফের মাউন্ট এটনা আগ্নেয়গিরির ভয়ংকর অগ্ন্যুৎপাত

|

ফের মাউন্ট এটনা আগ্নেয়গিরির ভয়ংকর অগ্ন্যুৎপাত

আবারও লাভা উদগীরণ শুরু করেছে ইতালির মাউন্ট এটনা। বড় ধরনের বিস্ফোরণের আশঙ্কায় সতর্কতা জারি হয়েছে সিসিলির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকায়।

লাল রঙে ছেয়ে আছে ওই অঞ্চলের আকাশ। বিশাল এলাকা জুড়ে আগ্নেয়গিরির ছাই ছড়িয়ে পড়লে অন্ধকার হয়ে যায় চারিদিক।

কর্তৃপক্ষ জানায়, গত কয়েকদিন ধরেই উদগীরণ চললেও শুক্রবার সকাল থেকে বেড়ে যায় মাত্রা। ইউরোপের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি হিসেবে পরিচিত মাউন্ট এটনা। গত কয়েক বছরে বেশ কয়েকবারই ভয়াবহ আকারে ম্যাগমা উদগীরণ শুরু করে এটনা।

সবশেষ ১৯৯২ সালে বিশাল বিস্ফোরণ হয় আগ্নেয়গিরিটিতে। ভয়াবহ অগ্নুৎপাতে ১৯৭৯ সালে প্রাণ হারায় ৯ পর্যটক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply