রোকেয়া বিশ্ববিদ্যালয় ভিসির দুর্নীতি, তদন্তে যাচ্ছে ইউজিসির একটি দল

|

রোকেয়া বিশ্ববিদ্যালয় ভিসির দুর্নীতি, তদন্তে যাচ্ছে ইউজিসির একটি দল

ভিসি’র বিরুদ্ধে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের করা ৪৫টি অভিযোগের তদন্ত করতে আজ রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয় যাচ্ছে ইউজিসির একটি দল।

রোববার বেলা ১১টার দিকে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দর পৌঁছান তারা। এরপর রওনা হন ক্যাম্পাসের উদ্দেশ্যে।

জানা গেছে, অভিযোগকারী ৭ শিক্ষকের সাক্ষ্য নেওয়ার পাশাপাশি তদন্ত সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করবে ইউজিসির তদন্ত দল।

এর আগে, ২০১৯ সালে ২৪ সেপ্টেম্বর বঙ্গবন্ধু পরিষদের সভাপতিসহ ৭ শিক্ষক ভিসি ড. নাজমুল আহসান কলিমুল্লাহর বিরুদ্ধে ৪৫টি লিখিত অভিযোগ দেন। সম্প্রতি সেটি ইউজিসিকে তদন্তের নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply