দ্য উইকেন্ডের গ্র্যামি বয়কটের ঘোষণা

|

দ্য উইকেন্ডের গ্র্যামি বয়কটের ঘোষণা

কয়েক বছর ধরেই গ্র্যামি অ্যাওয়ার্ডস নিয়ে ত্যক্ত-বিরক্ত দ্য উইকেন্ড। সংগীতের সর্বোচ্চ পুরস্কারটি যোগ্যদের স্বীকৃতি দেয় না—এমন অভিযোগও তুলেছিলেন তিনি। এবার জানিয়ে দিলেন, এখন থেকে এই পুরস্কারের জন্য নিজের কোনো অ্যালবাম আর জমা দেবেন না।

গ্র্যামি বয়কটের ঘোষণা দিয়ে ৩১ বছর বয়সী কানাডিয়ান র‍্যাপার বলেন, আমার রেকর্ড কোম্পানিকে গ্র্যামিতে অ্যালবাম জমা দেওয়ার অনুমতি দেব না। যা হচ্ছে সেটা অবিশ্বাস্য।

এক টুইট বার্তায় দ্য উইকেন্ড নিজে ক্ষোভ প্রকাশ করে লিখেন, গ্র্যামি দুর্নীতি থেকে বের হতে পারল না।’ গেল বছর র‍্যাপারের যা পারফরম্যান্স তাতে তার ক্ষোভের কারণ অনুমান করা যায়। তার চতুর্থ অ্যালবাম ‘আফটার আওয়ার্স’ টানা চার সপ্তাহ বিলবোর্ড ২০০ চার্টের শীর্ষে ছিল। এক সপ্তাহে আর অ্যান্ড বি অ্যালবাম হিসেবে সবচেয়ে বেশি স্ট্রিমিংয়ের রেকর্ড ভেঙে দিয়েছে।

এসব কিছুর পরে অনেকেই তাকে এ বছর সবচেয়ে বেশি গ্র্যামি জেতার অন্যতম দাবিদার মনে করেছিলেন। অথচ মনোনয়নই পাননি তিনি! দ্য উইকেন্ডই প্রথম নন, এর আগে আরেক কানাডিয়ান র‍্যাপার ড্রেকও গ্র্যামি অ্যাওয়ার্ডস নিয়ে কড়া সমালোচনা করেছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply