মোংলা বন্দরের ইনারবার এলাকার ড্রেজিং কাজের উদ্বোধন

|

বাগেরহাট প্রতিনিধি:

মোংলা বন্দরের পশুর চ্যানেলের ইনারবার (অভ্যন্তরীণ) এলাকার ড্রেজিং কার্যক্রম শুরু হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে ড্রেজিং কাজের উদ্বোধন করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বন্দর চ্যানেলের আউটারবার (বহির্নোঙরে) ইতোমধ্যে ড্রেজিং কাজ শেষ হয়েছে। তবে ইনারবারে (অভ্যন্তরীণ) নাব্যতা সংকটের কারণে কন্টেইনারবাহী সাড়ে নয় মিটার ড্রাফটের জাহাজ মোংলা বন্দর জেটিতে সরাসরি প্রবেশ করতে পারে না। বন্দরের জেটিতে স্বাভাবিক জোয়ারে সাড়ে নয় মিটার বা তার বেশি ড্রাফটের জাহাজ আনার জন্য চ্যানেলের জয়মনির গোল হতে বন্দর জেটি পর্যন্ত প্রায় ১৯ কিলোমিটার এলাকা ড্রেজিংয়ের মাধ্যমে দুইশ’ ষোল দশমিক শূন্য নয় লক্ষ ঘন মিটার ড্রেজিং করা হবে।

বাংলাদেশ সরকারের অর্থায়নে এ প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে সাতশ তিরানব্বই কোটি বাহাত্তর লক্ষ আশি হাজার টাকা। ২০২২ সালের জুনে এ প্রকল্পের কাজ শেষ হবে। ড্রেজিং কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান চীনা কোম্পানি জেএইচসিইসি ও সিসিইসিসি নামক দুটি প্রতিষ্ঠান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, বন পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন্নাহার এমপি, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মেজবা উদ্দিন চৌধুরী, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মাদ মুসা, বাগেরহাট জেলা প্রশাসক আনম ফয়জুল হকসহ বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন পদস্থ কর্মকর্তা বন্দর ব্যবহারকারী ও চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply