রাজধানীতে এক পশলা স্বস্তির বৃষ্টি

|

তপ্ত রোদের ঝলকানির মাঝেই ভিজে একাকার রাজধানী ঢাকা। টুপটুপ শব্দে যেন কাকভেজা এই শহরটা। শনিবার বিকেলেই হঠাৎ এক পশলা বৃষ্টির দেখা পেলো রাজধানীবাসী।

শনিবার সকাল থেকেই মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যায়। সেইসাথে দুপুর থেকেই ঠাণ্ডা বাতাস। জল্পনার ইতি টেনে বিকেল সাড়ে চারটার দিকে টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়। এর ফলে আচমকাই যেন থমকে যায় রাজধানীর চিত্র।

হঠাৎ দমকা হাওয়ার সাথে এই বৃষ্টির জন্য বেশিরভাগ মানুষই প্রস্তুত ছিল না। তাই পথচারীদের অনেকে দৌঁড়ে আশ্রয় নিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের বারান্দায় ও কার্নিশের নিচে। আবার অনেককে ভিজতে হয়েছে বাধ্য হয়ে।

রিকশা চালকরা হুড আর পর্দা টেনে চেষ্টা করছে যাত্রীদের শুকনো রাখার। তবে আচমকা বৃষ্টির জন্য অনেকে প্রস্তুত না থাকায় অনেক রিকসায় নেই পলিথিন কিংবা পর্দা। তবে ছাতাওয়ালা মানুষের সংখ্যা ছিলো হাতে গোনা। সড়ক ও ফুটপাতের ছিন্নমূল মানুষ পড়েছে বেশি বিপাকে।

আবহাওয়া অধিদফতর বলছে- রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও সিলেটে দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

সেইসাথে গুগল ওয়েদারে বলা হয়েছে, আজকের বৃষ্টি হওয়ার সম্ভাবনা মাত্র ২০ শতাংশ। যেখানে বাতাসের আদ্রতা থাকবে ৬৫ শতাংশ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply