বাংলাদেশ গেমসে স্বর্ণপদক জিতেছে নারী ক্রিকেটের নীল দল

|

নারী ক্রিকেট দিয়েই প্রথম কোনো ইভেন্টের স্বর্ণ নিষ্পত্তি হলো বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের। সিলেটে সবুজ দলকে হারিয়ে স্বর্ণ জিতলো নীল দল। ফাইনালে সবুজ দলকে ৮ উইকেটে হারিয়েছে জাহানারা-সালমারা।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৩৬ ওভারে ৭২ রানে অলআউট হয় সবুজ দল। ঋতু মনির ১৮, রুমানা আহমেদের ১৪ আর সানজিদা ইসলামের ১২ রানে মামুলি লক্ষ্য দেয় সবুজ দল। জাহানারা ও মুমতাহেনা ৩ ও সালমা নেন ২ উইকেট।

৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শামীমা সুলতানার ৩১ আর ফারজানার ২৮ রানের ইনিংসে ৮ উইকেট আর ১০ বল হাতে রেখে লক্ষ্যে পৌছায় নীল দল। ম্যাচসেরা শামীমা সুলতানা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply