সাগরে মাছ ধরতে গিয়ে বিস্ফোরণ, ৩ ফিলিস্তিনি নিহত

|

সাগরে মাছ ধরতে গিয়ে বিস্ফোরণে মারা গেছেন তিন ফিলিস্তিনি।

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইসরায়েলের বিস্ফোরক ভর্তি একটি ড্রোন সাগরে পড়ে ছিলো। পরে তা জেলেদের জালে বাধলে নৌকায় তোলার সময় বিস্ফোরণ হয়। ঘটনাস্থলে মারা যান তিন জেলে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী। বিস্ফোরণের ঘটনার পরই প্রতিবাদে সমুদ্রে বেশ কিছু রকেট ছোড়ে ফিলিস্তিনি সেনাবাহিনী।

ধারণা করা হচ্ছে, গেলো ২২ ফেব্রুয়ারি ফিলিস্তিনের নৌযানে হামলা চালানোর সময় একটি ড্রোন অবিস্ফোরিত অবস্থায় পানির নীচে ছিলো। সেইটিরই বিস্ফোরণ ঘটেছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply