আশুলিয়ায় বাস চাপায় পোশাক শ্রমিক নিহতের ঘটনায় বাসে আগুন

|

আশুলিয়ায় পোশাক কারখানা ছুটি শেষে সড়ক পারাপারের সময় বাস চাপায় এক শ্রমিক নিহতের ঘটনা দুই বাসে আগুন দিয়ে সড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ শ্রমিকরা।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে এ দুর্ঘটনা ঘটে। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা বেশ কিছু যানবাহন ভাঙচুর করে।

প্রাথমিকভাবে জানা গেছে, নিহতের নাম সামসুল আলম। তিনি সারমিন গ্রুপের এডমিন অফিসার হিসেব কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী এক শ্রমিক জানান, কারখানা ছুটি শেষে আমরা সবাই সড়ক পারাপার হচ্ছিলাম। এসময় কারখানার সিকিউরিটি গার্ড সড়কে গাড়িগুলোকে থামানোর চেষ্টা করলে৷ শ্রমিকরা সড়ক পারাপার হওয়ার সময় আশুলিয়া ক্লাসিক নামের এক পরিবহন তাদের উপর দিয়ে উঠিয়ে দেয়। পরে সামসুলের ঘটনা স্থলেই মৃত্যু হয়। আহত হয় আরও তিন জন শ্রমিক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply